সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০২:১৪ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, আমরা হাওরাঞ্চলের সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য আলাদা মডিউল করছি। কিন্তু করোনার কারণে এই প্রশিক্ষণ ভাবনা থমকে আছে। তবে আগামীতে হাওর বিষয়ক সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট।
আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের শেষদিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাওর সম্পদ ও সম্ভাবনায় ভরপুর ভিন্ন বৈশিষ্ট্যের অনন্য অঞ্চল সুনামগঞ্জ। এখানকার প্রকৃতি ও পরিবেশ ভিন্নরকমের। এসব বিষয় বিবেচনা করে আমরা হাওর সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের চিন্তা করছি। এই প্রশিক্ষণ পেয়ে হাওরাঞ্চলের সাংবাদিকরা যাতে আরও সমৃদ্ধ হন ও হাওরকে ভালো করে তুলে ধরেন সেই ব্যবস্থা করব আমরা।
জাফর ওয়াজেদ সারাদেশে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে থাকা অনলাইন সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, অনলাইন এখন কুটির শিল্প হয়ে গেছে। প্রত্যেকেই ঘরে বসে যাচ্ছেতাই অনলাইন পত্রিকা করছে। সবাই যেন অনলাইন পত্রিকার দোকান খুলে বসেছে। সরকার এ কারণেই নিবন্ধনের ব্যবস্থা করেছে।
এ সময় পিআইবি'র মহাপরিচালক আগামীতে মোবাইল সাংবাদিকতা বিষয়েও পিআইপি প্রশিক্ষণ দেবে বলে জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে প্রমুখ।
এসএস/আরআর-১০