তাহিরপুর প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২০
০৪:৩৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৪:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়েছে।
আটক মো. বাচ্চু মিয়া (৫৯) উপজেলার মোকছেদপুর গ্রামের মৃত হরমুজ আলী ছেলে ।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) লাউরগড় বিওপি’র সুবেদার মো. আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১২০৬/৬-এস এর নিকট হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোনাইপাড় নামক স্থান থেকে ১৬ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মেসবাহ্ উদ্দীন রাসেল জানিয়েছেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ/বিএ-১৫