উত্তরবঙ্গকে উড়িয়ে দিল বসুন্ধরার মেয়েরা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন



উত্তরবঙ্গকে উড়িয়ে দিল বসুন্ধরার মেয়েরা

 

নারী ফুটবল লিগে এফসি উত্তরবঙ্গকে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। গতকাল শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাবিনা-কৃষ্ণারা ৭-০ গোলে হারিয়েছে এফসি উত্তরবঙ্গকে। এ ম্যাচের মধ্যে দিয়ে প্রায় সাড়ে ৮ মাস পর মাঠে ফিরলো ঘরোয়া ফুটবল।

এবারের নারী লিগে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচেও যথারীতি দাপটের সঙ্গে খেলেই উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ম্যাচের ৫৪ মিনিট পর্যন্ত দারুণ খেলে তাদের ঠেকিয়ে রেখেছিল উত্তরবঙ্গ। ৫৫ মিনিটে শিউলির গোলে এগিয়ে যায় কিংস। ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। ৭৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন তহুরা খাতুন। ৭৮ মিনিটে মনিকা চাকমা গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস।

৮১ মিনিটে কিংসের পঞ্চম গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করেন কৃষ্ণা রানী সরকার। ৫ মিনিট পর সাবিনা আরেক গোল করলে বসুন্ধরা কিংস ৭-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান আরো মজবুত করলো বসুন্ধরা। ৬ ম্যাচে ৫৮ গোল করেছে তারা। 

এএন/০১