গলফ খেলতে গিয়ে সম্রাজ্য হারালেন ট্রাম্প!

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২০
০৯:৪১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
০৯:৪১ অপরাহ্ন



গলফ খেলতে গিয়ে সম্রাজ্য হারালেন ট্রাম্প!

 

যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৭৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের খবর পাওয়ার কিছুক্ষণ আগে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে গফল খেলতে যান। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক টুইটে দেখা যায় নির্বাচনে বাইডেনের বিজয়ের সংবাদ আসার কিছুক্ষণ পূর্বে নিজের বহর নিয়ে গফল ক্লাবে খেলতে যান ট্রাম্প।

১৯৯০ সালের পর ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের প্রথম হার এটি। নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করলেন বাইডেন। তবে সংবাদমাধ্যমের খবরে বাইডেনকে জয়ী ঘোষণার সময়ই শনিবার রাতে এক টুইটে ট্রাম্প আবারও দাবি করেছেন, নির্বাচনে জয়ী হয়েছেন তিনিই। টুইটে তিনি বলেছেন, নির্বাচনে আমিই জিতেছি, অনেক ভোটের ব্যবধানে!

এর আগে, এক টুইটে ট্রাম্প লেখেন, মঙ্গলবার রাত ৮টার পর কয়েক হাজার অবৈধ ভোট পড়েছে, যা নির্বাচনী যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে।’ তিনি আরও লেখেন, ‘নির্বাচনের দিন পেনসিলভানিয়া ও এরকম আরও অন্য রাজ্য, যেখানে খুব অল্প ব্যবধান ছিল, সেখানকার ফলাফল সম্পূর্ণ ও পুরোপুরিভাবে পাল্টে দেওয়া হয়েছে।’ 

তবে ট্রাম্পের এই টুইটের প্রতিক্রিয়ায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযোগ 'বিভ্রান্তিকর' ও 'বিতর্কিত' হতে পারে। 

এএন/০৫