জগন্নাথপুরে অবৈধ যান বন্ধের দাবিতে মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২০
১১:৪৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২০
১২:১৩ পূর্বাহ্ন



জগন্নাথপুরে অবৈধ যান বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। 

পরে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস সমিতির সভাপতি গোলাম রব্বানী, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলী রাজ, হাইএস-নোহা শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আলফু মিয়া, অটোরিকশা-সিএনজি ও লেগুনা সমিতির ইকড়ছই শাখার সভাপতি আজাদ আলী ভূঁইয়া, উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মুকিত, শ্রমিকনেতা লাল মিয়া, মিলন খা, মুশাহিদ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবৈধ যানবাহনের দখলে এখন জগন্নাথপুর। এসব যানবাহনের অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ। যে কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সড়ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেপরোয়াভাবে অবাধে এসব অবৈধ যান চলাফেরা করছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ ব্যাটারিচালিত যান বন্ধ করা না হলে আন্দোলেনর হুঁশিয়ারি দেন বক্তারা।

 

এএ/বিএন-০৬/আরআর-০৩