দিরাই প্রতিনিধি
নভেম্বর ০৯, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
১২:৩৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজের ছাত্রাবাস স্থাপনের নির্ধারিত জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে কলেজের ছাত্র-ছাত্রী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
দিরাই সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, কলেজছাত্র সংসদের সাবেক ভিপি ও দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন, সাবেক শিক্ষার্থী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক শিক্ষার্থী পারভেজ রহমান, সায়েল আহমেদ চৌধুরী, মো. সোহেল মিয়া ও মান্না তালুকদার লিমন।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ হোক এটা আমাদেরও দাবি। প্রয়োজনে কমপ্লেক্সে নির্মাণে স্বেচ্ছাশ্রম দিতে রাজি ছাত্র-ছাত্রীরা। কিন্তু কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস স্থাপনের পূর্বনির্ধারিত জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের প্রশাসনিক সিদ্ধান্ত আমাদের আহত করেছে।
বক্তারা আরও বলেন, দিরাইয়ের গুরুত্বপূর্ণ এলাকায় সরকারের কোটি কোটি টাকা মূল্যের খাস জমি রয়েছে। সেসব জমি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ভূমিখেকোরা ভোগদখল করছে। এসব জমি উদ্ধার করে শহরের ভেতরেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা যায়। তা না করে ছাত্রাবাস স্থাপনের জন্য পূর্বনির্ধারিত জমিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা আমাদের বোধগম্য নয়। ছাত্রাবাস স্থাপনের নির্ধারিত স্থান বাদ দিয়ে অন্যত্র মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি জানান তারা।
এএইচ/আরআর-০৫