দিরাই প্রতিনিধি
নভেম্বর ০৯, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের পূর্বপাড়ে অবস্থিত শান্তিগঞ্জ ইসলামিয়া এবতেদায়ী মাদরাসা পুনঃনির্মাণে অনিয়ম ও মাদরাসা পরিচালনায় গঠিত কমিটিকে মনগড়া উল্লেখ করে কমিটি বাতিল চেয়ে ইউএনও বরাবর আবেদন করেছেন এলাকাবাসী।
আজ রবিবার (৮ নভেম্বর) দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফি উল্লাহ বরাবরে মাদরাসা সংশ্লিষ্ট মধুপুর, কাইমা, খেজাউড়া ও দলুয়া গ্রামের দেড় শতাধিক মানুষ স্বাক্ষরিত ওই আবেদন দাখিল করা হয়।
দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, আশির দশকে স্থাপিত শান্তিগঞ্জ ইসলামিয়া এবতেদায়ী মাদরাসাটি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে নব্বইয়ের দশকে বিলুপ্ত হয়ে যায়। দীর্ঘদিন ধরে মাদরাসার কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি মাদরাসা ভবনেরও কোনো অস্তিত্ব নেই। বিলুপ্ত মাদরাসা পুনঃনির্মাণের লক্ষ্যে এলাকার লোকজনের মতামতের ভিত্তিতে উন্নয়ন ফোরাম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল স্বজনপ্রীতির মাধ্যমে উন্নয়ন ফোরাম গঠন করে দেশ-বিদেশের দাতাগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। মাদরাসা পুনঃনির্মাণের জন্য কোনো কমিটি গঠন না করে ওই স্বার্থান্বেষী কয়েকজন কার্যক্রম পরিচালনা করায় এলাকার শান্তিপ্রিয় মানুষের মধ্যে মতবিরোধ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
এলাকার লোকজনের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করে পুনঃনির্মাণ প্রক্রিয়া পরিাচালনার জন্য ইউএনও'র হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এএইচ/আরআর-০৭