শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২০
১২:৪৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
১২:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া বইছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষদিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শায়েস্তাগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। উঠান বৈঠক, বাসায় বাসায় নিজেদের লিফলেট দিয়ে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ থেকে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। এই সুযোগে বিএনপি একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সাবেক মেয়র ফরিদ আহমেদ অলির নাম। গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জি কে গউছ। আর এ বিষয়টিকে খুব ইতিবাচকভাবে দেখছেন বিএনপির সমর্থকরা।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি ইউপি চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ, সিনিয়র যুগ্ম-সম্পাদক সফিকুর রহমান সিতু ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসডি/আরআর-১০