ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ০৯, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর বাজারের লঞ্চঘাট এলাকা থেকে গতকাল শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সেলিম আলী (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে।
ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মিয়া বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী সেলিম আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গোপনে সে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই মাদক ব্যবসায়ী উপজেলার মহদীপুর লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে গাঁজা বিক্রি করছিল। খবর পেয়ে থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শপিং ব্যাগে রাখা এক কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে।
তিনি জানান, আজ রবিবার (৮ নভেম্বর) সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/আরআর-১৪