ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২০
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২০
০২:১০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধর্মপাশা সাহিত্য অনুশীলন নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক কবি নাজমুল হায়দার। প্রধান অতিথি হিসেবে কবিতা সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
সংস্কৃতিকর্মী সান্ত্বনা সিংহ ও তাহমীনা আক্তার পাপড়ির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগ নেতা সুশীল সরকার, মোহনগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কবি মাহবুবুল হক, দৈনিক প্রথম আলোর ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালেহ আহমদ, কবি আনিসুল হক লিখন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় ১৭ জন কবি মুক্তিযুদ্ধ, হাওর, দেশপ্রেম ও সমসাময়িক বিষয় নিয়ে তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন।
এসএ/আরআর-০৮