হবিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৯, ২০২০
০১:৪৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০১:৪৪ অপরাহ্ন
ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা। 'এসপির চোখ' নামের এই উদ্যোগ চালু করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে 'এসপির চোখ' এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে হবিগঞ্জের ৯টি থানাকে আইপি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে ‘এসপির চোখ’। আইপি ক্যামেরা সংযোজনের ফলে এসপি নিজ অফিসকক্ষে বসেই ২৪ ঘন্টা সরাসরি পর্যবেক্ষণ করবেন থানাগুলোর দৈনন্দিন কার্যক্রম।
অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, সদর থানার ওসি মো. মাসুক আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আইপি ক্যামেরা স্থাপনের ফলে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা আসবে। জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি দালালমুক্ত হবে থানাগুলো।
এসআর/আরআর-১২