মুম্বাইয়ের পঞ্চম নাকি দিল্লির বাজিমাত!

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ০৯, ২০২০
০৭:১০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
১০:০৫ পূর্বাহ্ন



মুম্বাইয়ের পঞ্চম নাকি দিল্লির বাজিমাত!

করোনা মহামারিতে চলতি আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে আইপিএলের চারবারসহ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে আইপিএলের ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলতে নামা দিল্লি ক্যাপিটালস।

ফাইনালে জয়ের প্রত্যাশার পাল্লাটা ভারি যেন মুম্বাইয়েরই। চলতি আসরে লিগ পর্বসহ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লির সঙ্গে তিনবারের দেখায় প্রত্যেকটিতেই জয় পেয়েছে মুম্বাই। ফাইনালের চাপের সঙ্গে মানসিক চাপও থাকবে দিল্লির। ষষ্ঠবার  ফাইনাল খেলতে নামা মুম্বাইয়ের তাই সুযোগ রয়েছে সেই চাপের সুযোগ নেওয়া। তাতেই দলটি পেতে পারে আইপিএলের পঞ্চম শিরোপা জয়ের স্বাদ। অন্যদিকে সবচাপ কাটিয়ে ফাইনালে বাজিমাত করে প্রথমবার শিরোপা জয়ের সুযোগ রয়েছে দিল্লির।  

আইপিএলে দিল্লির অর্জন বলতে ২০০৮ ও ৯ সালে শেষ চারে খেলা। তারপর থেকেই শেষ, যেন লাপাত্তা হয়ে যায় দিল্লি। দীর্ঘ ১১ বছর পর পুরনো সেই রূপে ফিরে শুধু শীর্ষ চার নয়, একেবারে ফাইনালে উঠে গেছে দিল্লি।

মুম্বাই শচীন টেন্ডুলকারের নেতৃত্বে খেললেও ২০০৮ ও ৯ সালে সেরা চারেই জায়গা করতে পারেনি। তবে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানের নেতৃত্বে ২০১০ সালে দলটি ফাইনালে জায়গা করে নেয়। যদিও ধোনীর প্রথম শিরোপা জয়ের আসরে সেবার আর শিরোপা ছোঁয়া হয়নি ক্রিকেটের বরপুত্র শচীনের মুম্বাইকে। ২০১১ সালে কোয়ালিফায়ার থেকে বিদায় নিলেও পরের বছর এলিমিনেটর থেকে বিদায় নেয় মুম্বাই। সেরা চারে টানা তিনবার থেকেও শিরোপা থেকে যায় অধরা।

অবশেষে ২০১৩ সালে মুম্বাই পায় শিরোপার স্বাদ। এরপর থেকে ২০১৫, ১৭ এবং ১৯ সালে আরও তিনবার চ্যাম্পিয়ন হয় তারা। সবকটি আসরের ফাইনালেই অধিনায়ক ছিলেন রোহিত শর্মা।    

আজকের ফাইনালে মুম্বাই অবশ্য এগিয়ে থাকছে পরিসংখ্যানের কারণে। এখন পর্যন্ত পাঁচবার ফাইনাল খেলা মুম্বাই জয় পেয়েছে চারটিতেই। সেই হিসেবে আইপিএলের ফাইনালে পরিপক্ব দল মুম্বাই। দলটির অধিনায়ক রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটেও আছে একাধিক এশিয়া কাপ ও একটি বিশ্বকাপে ফাইনাল খেলার অভিজ্ঞতা। ২০০৭ সালের প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত দলের সদস্যও ছিলেন রোহিত।

রোহিতের সঙ্গে আছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড। বোলিংয়ে আছেন জাসপ্রিত বুমরাহ। টপ অর্ডারে খেলা তরুণ ইশান কিশানও দলের নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান। চাপের সময় যার রয়েছে দায়িত্বশীল ব্যাটিংয়ের মানসিকতা। তাছাড়া দলে আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। যাদের ফাইনালের চাপ নেওয়ার সামর্থ্য ও অভিজ্ঞতা দুটোই রয়েছে। তাঁদের বিপরীতে খেলতে নামবে আইপিএলে ফাইনালের আনাড়ি দিল্লি ক্যাপিটালস।

প্রথমবারের মতো ফাইনাল খেলতে নামা দিল্লি দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বয়সে তরুণ। ২০১৪ সালে ভারত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা শ্রেয়াসের তারকায় ঠাসা বড় পরিসরের টুর্নামেন্টে এটাই প্রথম কোনো ফাইনাল। এই ফাইনালে তাকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে দেশীয় অভিজ্ঞ শিখর ধাওয়ান এবং বোলিংয়ে রবীন্দ্রচরণ অশ্বিন। এছাড়া বিদেশিদের মধ্যে অলরাউন্ডার মার্কাস স্টনিস ও ক্যারিবিয়ন হার্ডহিটার ব্যাটসম্যান শিমরন হিটমায়ার।

তারুণ্য ঠাসা দিল্লি দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা কোচ রিকি পন্টিং। যার রয়েছে টানা তিনটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা। যার দুটিতে অস্ট্রেলিয়া দলের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। তার নিদের্শনায় প্রথম ফাইনাল খেলতে নামা দিল্লির হাতে প্রথম ট্রফি উঠবে! নাকি রোহিত পঞ্চমবারের মতো পেতে যাচ্ছেন শিরোপার স্বাদ! সেটা নিশ্চিত হবে আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

আরসি-০৩