জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২০
১১:৫১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২০
১২:৫১ পূর্বাহ্ন
লোককবি রাধারমণ দত্তের ১০৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক স্মরণসভা আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের রাধারমণ দত্ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গান আর আলোচনায় রাধারমণ দত্তকে স্মরণ করা হয়। স্মরণ সভায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে রাধারমণ গীতি পরিবেশিত হয়।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় এতে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় প্রমুখ।
এএ/বিএন-০৬/আরআর-০৪