সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১০, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২০
১১:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশের অভিষেক টেস্টের ক্রিকেটারদের উৎসাহ দিতে মাঠে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইতিহাসের প্রথম দুই বাঙালি ক্রিকেট অধিনায়ক বাংলাদেশের নাঈমুর রহমান দুর্জয় ও ভারতের সৌরভ গাঙ্গুলী স্বর্ণমুদ্রায় টস করলেন। বাংলাদেশের অভিষেক টেস্টকে ঘিরে ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরি, প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রান এবং অফ-স্পিনে নাঈমুরের ছয় উইকেট। বাংলাদেশ যদিও চারদিনে হেরেছিল অভিষেক টেস্ট।
বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে আজ কেউ বিসিবির পরিচালক কেউ নির্বাচক। সময়ের সিঁড়ি বেয়ে আশা-নিরাশার দোলাচলে কেটে গেছে ২০ বছর।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের শুরুর পথ যতটা মসৃণ মনে হয়েছিল, দুই দশক পর ততটাই দুর্গম। যেখান থেকে শুরু সেখানেই যেন রয়ে গেছে। তবুও বাংলাদেশের শুরুর সেই দিনের স্মৃতি এখনও নাঈমুর রহমান, হাবিবুল বাশারদের কাছে অনাবিল আনন্দের প্লাবন হয়ে আছে।
বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচে প্রথম বল খেলেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। প্রথম আউট হয়েছিলেন মেহরাব হোসেন। প্রথম সেঞ্চুরি আমিনুল ইসলাম বুলবুলের। প্রথম বল করেছিলেন হাসিবুল হোসেন শান্ত। প্রথম উইকেট নাঈমুর রহমানের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এরকম অনেক ‘প্রথমের’ সাক্ষী সেদিন স্বপ্নের অভিষেক টেস্ট একাদশে থাকা ক্রিকেটাররা।
অভিষেক টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। ভারত ৪২৯। ড্র করার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ে মাত্র ৯১ রানে অলআউট। এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। সাদা পোশাকের ক্রিকেটে যে উজ্জ্বল সম্ভাবনা উঁকি দিয়েছিল, ২০ বছরে তা কতটুকু পূরণ হয়েছে, এই প্রশ্ন করাই যায়। এ সময়ে বাংলাদেশ খেলেছে ১১৯টি টেস্ট। জয় মাত্র ১৪টি। ১৬ ড্র।
হেরেছে ৮৯ ম্যাচে। বাংলাদেশ এখনও আফগানিস্তান, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি। সর্বোচ্চ সাতটি টেস্ট ম্যাচ জয় জিম্বাবুয়ের বিপক্ষে। চারটি জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একটি করে জয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে প্রথম টেস্ট জেতে বাংলাদেশ। সেই জয়ের নায়ক এনামুল হক জুনিয়র। প্রথম টেস্ট জয়ের স্মৃৃতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম জয়। আমি ম্যান অব দ্য ম্যাচ। সেই স্মৃতি কীভাবে ভুলি।’
এএন/০৫