প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানাতে জনসভা বুধবার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১১, ২০২০
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
০১:২৯ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানাতে জনসভা বুধবার

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানানোর জন্য আগামীকাল বুধবার (১১ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ এম এ মান্নান চত্বরে ছাত্র-জনতার জনসভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে।

আনন্দ র‌্যালিটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর এলাকা থেকে শুরু হয়ে জয়কলস বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করার কথা রয়েছে। আনন্দ র‌্যালির পর জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ গুণীজনও বক্তব্য দেবেন।

জনসভায় সুনামগঞ্জের উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হবে। জনসভা সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার ছাত্র, শিক্ষক, জনতা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আয়োজকরা ছাত্র-জনতার সমাবেশকে সফল কারার জন্য জেলার সকল শ্রেণি-পেশার মানুষকে এতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

 

এসটি/আরআর-০৬