জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১০, ২০২০
১২:৩৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
১২:৩৩ অপরাহ্ন



জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান


পরপর দুই ম্যাচে হেরে আগেই টি-টোয়েন্টি ট্রফি হাতছাড়া করেছে জিম্বাবুয়ে।  তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় হোয়াইটওয়াশ এড়াতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৯ উইকেটে ১২৯ রানে ইনিংস গুটায় সফরকারীরা। মগজধোলাই থেকে বাঁচতে হলে দুর্দান্ত বোলিং দরকার ছিল সফরকারীদের। কিন্তু পারেনি। ফলে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হতে হয় জিম্বাবুয়ে।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল। ১৩০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২ ইউকেট হারিয়ে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নিয়ে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ৪১ ও খুশদী শাহ ৩৬ রানে অপরাজিত থাকেন।
মঙ্গলবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উসমান কাদেরের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক চামু চিবাবা। এছাড়া ২২ বলে ২৮ রান করেন ডোনাল্ড তিরিপানো।
পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রানে ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার উসমান কাদির।
এএন/০৭