জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২০
০২:৩২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের সালদিকা সাতাছাপড়ি বিলের পাশের বাঁধ থেকে রাসেল মিয়া (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করেছে পুলিশ। রাসেল মিয়া দিরাই উপজেলার ধল গ্রামের মাসুক মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সালদিকা সাতাছাপড়ি বিলের পাশে বাঁধের উপর একটি লাশ দেখে এলাকাবাসী জগন্নাথপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সালদিকা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন জানান, লাশের শরীরে রক্তের দাগ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় লোকজন ও মৃত ব্যক্তির স্বজনরা লাশটি দিরাই উপজেলার ধল গ্রামের মাসুক মিয়ার ছেলে কৃষক রাসেল মিয়ার বলে শনাক্ত করেছেন। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এএ/আরআর-০৯