জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২০
১০:০৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২০
১১:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতককে ফেলে 'মা-বাবা' উধাও হওয়ার ঘটনার রহস্যের জট খুলেছে। গ্রেপ্তার করা হয়েছে আলো আমজদ নামের এক ব্যক্তিকে।
আজ বুধবার (১১ নভেম্বর) পুলিশ এ ঘটনার অভিযুক্ত আলী আমজদকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে। এ ঘটনায় শিশুর জন্মদাত্রী কিশোরীর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আলী আমজদ কিশোরীর খালাতো বোনের স্বামী। কিশোরীর বয়সী তার এক মেয়ে ও ছেলে রয়েছে। তার স্ত্রী সৌদি আরবে থাকেন।
মামলার বিবরণ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আলী আমজদ (৩২) নিজের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বেড়ানোর কথা বলে বাসায় নিয়ে যায় তার শ্যালিকা (স্ত্রীর খালাতো বোন) স্থানীয় একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে (১৪)। বাড়িতে নিয়ে ১ মার্চ পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করেন ওই কিশোরীকে। ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের ঘটনা কাউকে না বলতেও বাধ্য করেন তিনি।
গত ৭ নভেম্বর ওই কিশোরী জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেয় এবং শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায় ওই কিশোরী ও আলী আমজদ।
এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় গতকাল মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আলী আমজদকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'অভিযুক্ত আলী আমজদকে আজ সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।'
প্রসঙ্গত, নবজাতক কন্যাশিশুটিকে গত সোমবার (৯ নভেম্বর) সমাজসবা অধিদপ্তর সিলেটের ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
এএ/বিএন-০৫/আরআর-০২