তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি


নভেম্বর ১১, ২০২০
১০:৩৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২০
১২:৪৯ পূর্বাহ্ন



তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ৮ লাখ ৮২ হাজার ৩৩টি গৃহহীন পরিবারকে আধপাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

এর ধারাবাহিকতায় আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের হাওর পরিবেষ্টিত উপজেলা তাহিরপুরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের লক্ষ্যে নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। আজ ৪টি ঘরের নির্মাণ কাজের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার শিমুল বাগান সংলগ্ন চালিয়ারঘাট মৌজার ১নং খাস খতিয়ানের সরকারি জায়গায় ৩৪টি ভূমিহীন ও ঘরহীন পরিবারকে আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। 

আশ্রয়ণ প্রকল্পের অধীনে দুই কক্ষবিশিষ্ট এ সকল সেমিপাকা গৃহে একটি টয়লেট, একটি রান্নাঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে এবং প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা। 

নির্মাণ উদ্বোধন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়) সুব্রত দাশ, বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বড়দল (উত্তর) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, সাংবাদিক আবির হাসান-মানিক প্রমুখ।

 

এএইচ/বিএন-০৬/আরআর-০৪