সুনামগঞ্জের উন্নয়ন থেমে থাকবে না : পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১২, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২০
০১:২৫ পূর্বাহ্ন



সুনামগঞ্জের উন্নয়ন থেমে থাকবে না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি বেঁচে থাকলে সুনামগঞ্জের উন্নয়নের কোনো কমতি থাকবে না। আমার কাছে সব সমান। আমি বিশেষ কোনো গোষ্ঠীর কথা চিন্তা করে উন্নয়ন করছি না।

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ছাত্র-জনতার আয়োজনে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রস্তাবিত এম এ মান্নান চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটসহ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও প্রকল্প বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত আনন্দ র‌্যালি ও সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, আমি মাননীয় প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এজন্য যে তিনি আমাদের হাওরের উন্নয়নের জন্য যা প্রয়োজন তা দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যেসব জেলা পিছিয়ে পড়া, সেসব জেলায় বিশ্ববিদ্যালয় দেবেন। তিনি তাঁর কথা রেখেছেন। আমাদের সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য অনুমোদন দিয়েছেন। শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, সুনামগঞ্জের জন্য আরও বড় বড় মেগা প্রকল্প অনুমোদন হচ্ছে। সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ পর্যন্ত কোনো খালি জায়গা থাকবে না। সব জায়গা উন্নয়নে পরিপূর্ণ করা হবে। 

মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে বিভ্রান্ত হবেন না। ইনশাআল্লাহ সকল বিরোধীতা প্রতিহত করে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ হবেই হবে। কাজেই উন্নয়নের বিরোধীতা না করে আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের পক্ষে থাকা। আর সুনামগঞ্জের উন্নয়ন কোনো কুচক্রী মহলের উস্কানিতে থেমে থাকবে না। সুনামগঞ্জের মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছেন। 

এর আগে সকাল-৯টা থেকে দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতকসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মিছিল করে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুনে বিভিন্ন স্লোগান লেখা নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন ছাত্র-জনতাসহ হাজার হাজার মানুষ। সকাল সাড়ে ১০টার পরই সমাবেশস্থল এলাকার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সদরপুর-উজানীগাঁও পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় পুরো এলাকা মানুষের বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হতে থাকে। মানুষের ঢলে এ সময় প্রায় ঘন্টাখানেক সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন। কিন্তু মানুষের ঢল বাড়তেই থাকে। 

সমাবেশে জেলা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সদস্য রেজাউল আলম নিক্কু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।

সমাবেশে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, দর্গাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জেলা ও উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমতির নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মোটর শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রজন্মলীগ, জেলার ১১ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

এসটি/আরআর-০৬