বানিয়াচংয়ে বক উদ্ধার ও অবমুক্ত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১১, ২০২০
১২:৩৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
১২:৩৪ অপরাহ্ন



বানিয়াচংয়ে বক উদ্ধার ও অবমুক্ত

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাখি শিকারীর কবল থেকে বক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টায় বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের ঝিংড়ী নদীর পাশে শিকারীর কবল থেকে দেশি বক পাখি উদ্ধার করা হয়।

বকপাখি উদ্ধার ও অবমুক্ত করেন বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহিরুল হোসেন।

অভিযানের সময় পাখি শিকারী পালিয়ে যায়। তবে শিকার করা ২০টি দেশি বক পাখি উদ্ধার করে তা অবমুক্ত করে দেওয়া হয়।

জানা গেছে, পোষা বক পাখি দিয়ে উন্মুক্ত পাখিকে ডেকে নিয়ে আসা হয় শিকারীর তৈরি করা পাতার ঝুপড়িঘরে।

পাখি এসে বসামাত্র শিকারী উন্মুক্ত পাখিকে ধরে বস্তায় ভরে ফেলে। আর এ বিষয়টি স্থানীয়ভাবে অবগত হয়ে গত দুইমাস যাবত ভোরবেলা ও সন্ধ্যাবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা অভিযান পরিচালনা করছেন।

ইতোমধ্যে বিভিন্ন হাওরে সহস্রাধিক পাখি শিকারীর কবল থেকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। মাঝে-মধ্যে শিকারীদেরকে আর্থিক জরিমানাও করা হচ্ছে। তারপরও থেমে নেই চোরা শিকারীর দল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, 'আমরা চেষ্টা করছি পাখি শিকার বন্ধ করতে এবং আইন বাস্তবায়ন করতে। দীর্ঘদিন যাবত আমাদের চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সচেতন লোকজনের প্রতি আহ্বান জানাই তারা যেন এই সমস্ত বিষয়ে জনসচেতনতায় বলিষ্ট ভূমিকা রাখেন।

 

এসডি/আরআর-০৭