ধর্মপাশায় বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ১২, ২০২০
০১:৫৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২০
০১:৫৯ পূর্বাহ্ন



ধর্মপাশায় বিএনপি নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা আবু তাহের ওরফে সোনা মিয়ার বিরুদ্ধে স্থানীয় বাদশাগঞ্জ পশ্চিমবাজারে থাকা প্রায় এক শতক পরিমাণ  ব্যক্তি মালিকানাধীন জায়গা দীর্ঘদিন ধরে দখলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুবিচার চেয়ে একই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আনোয়ার হোসেন ওরফে আনার মিয়া গত সোমবার (৯ নভেম্বর) সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি  ইউনিয়নের বাদশাগঞ্জ পশ্চিমবাজারে থাকা একটি পাকা ঘরসহ দু'টি দলিলের মাধ্যমে ক্রয়সূত্রে প্রায় দুই বছর আগে মোট তিন শতক ৩৩ সহাস্রাংশ রেকর্ডিয় ভূমির মালিক হন আনোয়ার হোসেন ওরফে আনার মিয়া, যার জেএল নং- ৩৭,দাগ নং- ৭৯৮,খতিয়ান নং- ৭৪৬, মৌজা-বউলাম। ওই রেকর্ডিয় ভূমি সংলগ্ন উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা মো. আবু তাহের ওরফে সোনা মিয়ারও রেকর্ডিয় জায়গা রয়েছে। ওই বিএনপি নেতা এলাকায় খুবই প্রভাবশালী হিসেবে পরিচিত।

স্থানীয়ভাবে বছরখানেক আগে মাপজোখ করে সেখানে দেখতে পাওয়া যায়, আবু তাহের ওরফে সোনা মিয়া একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ওরফে আনার মিয়ার মালিকানাধীন রেকর্ডিয় প্রায় এক শতক পরিমাণ জায়গা অবৈধভাবে দখলে রেখে সেখানে ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছেন। প্রায় ১ বছর আগে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য ওই বিএনপি নেতাকে মাসখানেক সময় দেওয়া হয়। কিন্তু প্রায় ১১ মাস অতিবাহিত হলেও এখনও তিনি ওই জায়গা ছাড়েননি। তিনি খুবই প্রভাবশালী ও উশৃঙ্খল প্রকৃতির লোক হওয়ায় এখনও অবৈধভাবে দখলে থাকা জায়গায় বহাল তবিয়তে রয়েছেন।

লিখিত অভিযোগে অভিযোগকারী বলেছেন, এমতাবস্থায় আমাকে ও আমার লোকজনকে ওই বিএনপি নেতা যেকোনো সময় রাস্তাঘাটে কিংবা যেকোনো স্থানে একা পেয়ে তিনি ও তাঁর ভাই-ভাতিজাদের নিয়ে আমাকে গুম করাসহ প্রাণে মেরে ফেলার আশঙ্কা রয়েছে। বিএনপি নেতা আবু তাহের ওরফে সোনা মিয়া ও তার লোকজন উশৃঙ্খল প্রকৃতির লোক হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে অনেকের জায়গা-জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। তার এহেন কর্মকাণ্ডে তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমাও হয়েছে। অনেকের কাছ থেকে তিনি টাকা ধার এনে মেরে দিয়েছেন। এ নিয়ে প্রতিবাদ করলে নানাভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার ভয়ে কেউ তার অন্যায়ের প্রতিবাদ করার সাহস পায় না। 

তবে সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের ওরফে সোনা মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমার বিরুদ্ধে আনার মিয়া যেসব অভিযোগ এনেছেন তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।'

তিনি আরও বলেন, 'আনার মিয়া নিজেই একজন দাঙ্গাবাজ। আমার সঙ্গে তার জায়গা নিয়ে কোনোরকম বিরোধ নেই। তার জায়গা আমি দখল করিনি। উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি আমার বিরুদ্ধে এ ধরণের মিথ্যা অপবাদ রটাচ্ছেন। তিনি আমাকে ও আমার আত্মীয়-স্বজনকে নানাভাবে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে মুঠোফোনে বলেন, 'অভিযোগটি এখনও আমার নজরে আসেনি। অভিযোগটি হাতে পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

 

এসএ/আরআর-০৮