ধর্মপাশায় দুই নারীকে মারধরের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি


নভেম্বর ১৪, ২০২০
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২০
০২:০১ পূর্বাহ্ন



ধর্মপাশায় দুই নারীকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আক্কাস আলী শাহ (৪৪) এর বাবা লাল শাহ ফকিরের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে তার নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওইদিন রাত ১০টার দিকে মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা নিয়ে প্রতিবাদ করায় মীনা আক্তার মঞ্জিলা (৩৮) ও তার দুঃসম্পর্কের আত্মীয় সেলিনা আক্তার (৩২) নামের দুই নারীকে চুলের মুঠি ধরে মারধর ও তাদের বিবস্ত্র করার চেষ্টা করেন ওয়াসিম মজুমদার (৩২) ও কামরান মিয়া (৪৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে কামরান মিয়াকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির বাড়ি উপজেলার কান্দাপাড়া গ্রামে।

এ ঘটনায় আহত মীনা আক্তার মঞ্জিলার স্বামী আক্কাস আলী শাহ (৪৪) আজ শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ধর্মপাশা থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, 'ঘটনাস্থল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে কামরান মিয়াকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কেশবপুর গ্রামে দু'জন নারীকে মারধরের ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এটি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

 

এসএ/আরআর-০৮