সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৩, ২০২০
০১:০৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০১:০৮ অপরাহ্ন
সালাউদ্দিন, খালেদ মাহমুদ সুজন, সারোয়ার ইমরান, মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পাঁচ দলেই থাকছেন দেশীয় কোচ। দেশীয় কোচদের প্রতিই আস্থা রাখছেন ফ্রাঞ্চাইজি মালিকরা।
২১ বা ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি কাপে আগেই পাঁচ দলের কোচিং স্টাফ ও ম্যানেজার চূড়ান্ত হয়।
ঢাকার প্রধান কোচ থাকছেন জাতীয় দলের সাবেক প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের দায়িত্ব পালন করেন।
টি-টোয়েন্টি টুর্নামেন্টে চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার অধীনে বিপিএলে দুইবার শিরোপা জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খুলনার কোচ থাকছেন মিজানুর রহমান বাবুল। ঢাকা লিগের একজন জনপ্রিয় কোচ তিনি।
রাজশাহী দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন বাংলাদেশের অভিষেক টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা সারওয়ার ইমরান। আর বরিশালের প্রধান কোচ করা হয়েছে সোহেল ইসলামকে।
এএন/০৪