দীর্ঘ অপেক্ষা শেষে ইউরোতে স্কটিশরা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৩, ২০২০
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০৯:৫১ অপরাহ্ন



দীর্ঘ অপেক্ষা শেষে ইউরোতে স্কটিশরা

 

নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১ গোলে অমীমাংসিত। অতিরিক্ত সময়েও কেউ পায়নি জয়সূচক গোলের দেখা। ইউরোর বাছাই পর্বের প্লে-অফ ম্যাচের পেনাল্টি শ্যুটআউটে বাজিমাত করে স্কটল্যান্ড। সার্বিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকিট ছিনিয়ে নেয় স্কটিশরা।
আর ঐতিহাসিক এ পেনাল্টি শ্যুটআউটেই ২৩ বছরের অপেক্ষার প্রহর ফুরিয়েছে স্কটিশদের। দীর্ঘ বিরতির পর অবশেষে তারা জায়গা করে নিয়েছে পুরুষদের মেজর ফুটবল টুর্নামেন্ট।
ডেভিড মার্শাল দুর্দান্ত প্রচেষ্টায় আলেকজান্ডার মিত্রোভিচের শট ফিরিয়ে দিলে সাডেন-ডেথে জয় পায় অতিথি স্কটল্যান্ড।
আর ২-১ গোলে জিতে নর্দান আয়ারল্যান্ডের স্বপ্ন ভেঙে ২০২০ ইউরোতে পৌঁছে গেছে স্লোভাকিয়া। উইন্ডসর পার্কে অতিরিক্ত সময়ে মিকাল দারিসের গোলে প্লে-অফ জিতে যায় সফরকারী স্লোভাকিয়া।
শেষ মুহূর্তের নাটকীয় গোলে হাঙ্গেরি পৌঁছে গেছে ইউরোর মূল পর্বে। বাছাই পর্বের প্লে-অফে তারা ২-১ গোলে হারিয়েছে সফরকারী আইসল্যান্ডকে।
অন্য দিকে প্রথমবারের মতো কোনো মেজর ফুটবল টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে নর্থ মেসিডোনিয়া। ইউরো ২০২০ বাছাই পর্বের প্লে-অফে তারা ১-০ গোলে ধরাশায়ী করেছে জর্জিয়াকে।
এএন/০৫