সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৪, ২০২০
১১:০৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২০
১১:০৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় । সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর রাতের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা বনাম রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে বরিশাল বনাম খুলনা। টুর্নামেন্ট শুরুর পর থেকেই এক দিন করে বিশ্রাম রাখা হয়েছে। তবে ফাইনালের আগে দুই দিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।
এএন/০৩