বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যয়বহুল দল খুলনা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৪, ২০২০
১১:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২০
১১:৫১ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যয়বহুল দল খুলনা


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতোই টাকা উড়বে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে লড়াই শুরু হবে ২৪ নভেম্বর থেকে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে লড়াইয়ে নামবে ৫ বিভাগীয় দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও রাজশাহী।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে দামি দল গড়েছে জেমকন খুলনা। দলের ১৬ ক্রিকেটারকে দলে টানতে তাদের ব্যয় হচ্ছে ১ কোটি ১৪ লাখ টাকা।
‘এ’ গ্রেডের দুইজন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে দলে নিয়েছে খুলনা। তাদের প্রত্যেকের পারিশ্রমিক ১৫ লাখ টাকা করে।
টুর্নামেন্টে ‘এ’ গ্রেডে থাকা পাঁচ ক্রিকেটারের পারিশ্রমিক ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডে থাকাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা করে। ‘সি’ গ্রেডে ৬ লাখ আর ‘ডি’ গ্রেডে ৪ লাখ টাকা।
টুর্নামেন্টের ড্রাফট তালিকায় নাম ছিল ১৫৭ জন ক্রিকেটারের। পাঁচ দল বেছে নিয়েছে মাত্র ৮০ জনকে।
পারিশ্রমিকে খুলনার পরই যৌথভাবে সবচেয়ে দামি দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল। তারা পারিশ্রমিকে খরচ করছে ১ কোটি ১৩ লাখ টাকা। বেক্সিমকো ঢাকার ১৬ ক্রিকেটারের মোট পারিশ্রমিক ১ কোটি তিন লাখ টাকা। সবচেয়ে কম পারিশ্রমিক মিনিস্টার গ্রুপ রাজশাহীর। তারা খরচ করবে ১ কোটি দুই লাখ টাকা।
এএন/০৪