চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২০
০৫:৫৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০৫:৫৩ অপরাহ্ন



চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স

২০১৬ ইউরোতে অতিরিক্ত সময়ের গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে ইউরোর শিরোপা হাতছাড়া করেছিল ফ্রান্স। গত চার বছরে একবারও পর্তুগালকে হারাতে পারেনি। শনিবার রাতে সে আক্ষেপটাও ঘুচেছে। এনগোলো কান্তের গোলে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এই জয়ে পর্তুগালকে টপকে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। ফলে নেশনস লিগের শিরোপা ধরে রাখতে ব্যার্থ হলেন রোনালদোরা।

ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে খেলা হয়নি পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের। এমবাপ্পের জায়গায় স্ট্রাইকার হিসেবে নামা ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনি মার্সিয়াল প্রথমার্ধেই তিনটি সুযোগ মিস করেন। শুধু মার্সিয়ালই নন, গোল করতে ব্যর্থ হয়েছেন বায়ার্নের উইঙ্গার কিংসলে কোমানও। ওদিকে সুযোগ মিসের মহড়ায় নেমেছিল পর্তুগালও। রোনালদো উইং দিয়ে বেশ কয়েকটা ভালো আক্রমণ করেন। তবে গোল করতে পারেননি। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আরেকটি গোলহীন ম্যাচ কাটালেন পর্তুগিজ তারকা। এ নিয়ে ফ্রান্সের বিপক্ষে ৬ ম্যাচে গোল করতে ব্যর্থ রোনালদো। ফলে তাঁর আন্তর্জাতিক গোলের সংখ্যা ১০২–এ থেমে থাকল।

ওদিকে আরেক ম্যাচে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন চেলসির স্ট্রাইকার টিমো ভের্নার। বাকি গোলটা বায়ার্ন তারকা লিরয় সানের।

এএন/০১