দোয়ারাবাজার প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২০
১১:৩৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন
৪৯তম জাতীয় সমবায় দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপনপূর্বক গ্রামীণ জনপদে সমবায় শক্তিকে আরও বেগবান করার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামে ‘প্রভাতি কৃষি সমবায় সমিতি’র আয়োজনে সমিতির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে ও কমরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় কৃষক পার্টির সহ-সভাপতি আবাদি কৃষক নেতা আবদুল আওয়াল। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ও প্রভাষক সামছুল হক।
আলোচনায় বক্তারা ৪৯তম জাতীয় সমবায় দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বর্তমান সরকারের স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে এই সমবায় সমিতি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে সমিতির নিজস্ব ফান্ডের টাকা দিয়ে জমি ক্রয় করে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই সমিতির সদস্য গ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর চাঁদার টাকায় জমি ক্রয় ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করার দীর্ঘদিন পর এ নিয়ে একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইন্ধন দিয়ে স্থানীয় প্রশাসনকে ক্ষেপিয়ে তুলছে। বক্তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আবদুল হাসিম, নুরুল ইসলাম, আবদুল আলী, ইছব আলী, আবু হানিফা, আবদুল কাদির, আবদুর রহমান, কাঞ্চন মিয়া, হামিদা খাতুন, সাফিয়া বেগম, জামেনা খাতুন, সাহেরা খাতুন প্রমুখ।
এইচএইচ/বিএন-০৪/আরআর-০৪