রেকর্ডের রাতে দুটি পেনাল্টি মিস রামোসের

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২০
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০৭:৪১ অপরাহ্ন



রেকর্ডের রাতে দুটি পেনাল্টি মিস রামোসের


ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সার্জিও রামোস। ছাড়িয়ে গেলেন জিয়ানলুইগি বুফনকে। ক্যারিয়ারের বিশেষ এই রাতটা রাঙিয়ে নেওয়ার সুযোগ ছিল ডিফেন্ডার রামোসের সামনে। কিন্তু দুর্ভাগ্য সেটা হয়নি। লা রোজা ক্যাপ্টেনের নেওয়া দুটি পেনাল্টি ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সোমার।

রামোসের দুঃস্বপ্নের রাতে হোঁচট খেয়েছে তার দল স্পেনও। সফরকারী স্প্যানিশরা উয়েফা ন্যাশন্স লিগের গ্রুপ পর্বে ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের সঙ্গে।

সুইজারল্যান্ড ২৬তম মিনিটে এগিয়ে যায় রেমো ফ্রেউলারের গোলে। ৭৯তম মিনিটে সুইসরা দশজনে পরিণত হয় নিকো এলভেদি দ্বিতীয় হলুদ কার্ড দেখায়। ম্যাচ শেষের এক মিনিট আগে স্পেনকে সমতায় ফেরান জেরার্ড মরেনো।

পিছিয়ে পড়েও টিমো ওয়ের্নারের জোড়া গোলের সুবাদে জার্মানি ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেনকে। এ জয়ের সুবাদে ন্যাশন্স লিগের ফাইনালসে পৌঁছানোর সম্ভাবনা আরও জোড়াল হলো জার্মানদের।
এএন/০৩