সুরমার ভাঙনরোধের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি


নভেম্বর ১৬, ২০২০
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০১:২০ পূর্বাহ্ন



সুরমার ভাঙনরোধের দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুরে সুরমা নদীর ভাঙনে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। ভিটামাটিহারাদের সহায়তার দাবিতে ও অসহায় মানুষের বাড়িঘর রক্ষার্থে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রামের নারী-পুরুষসহ সর্বস্তরের জনতার উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান মিজু, মো. কামাল পাশা, ইউপি সদস্য গেদু মিয়া, মো. মাসুক মিয়া, আমিনুল ইসলাম, সামসুল আলম, ইরফান আলী, সুজনুর মিয়া, হারুন রশিদ, এনামুল ইসলাম, সায়াদ মিয়া, মুসা মিয়া, উমর আলী, জমির আলী, ফরিদ আলী, মতিবুর রহমান, মুছাক মিয়া, বদু মিয়া, মনির মিয়া, সুজন মিয়া, সৈয়দ মিয়া, ইছাক আলী, সবুজ মিয়া, বদরুজ্জামান, জয়তেরা বেগম, গুলজান বিবি, রুজিনা বেগম, ইসতারা বেগম, মমতাজ বেগম, ছালেহা বেগম, রজিবুন নেছা, শেফালী আক্তার, ফুলনেহার, রাহিনা বেগম, আকছারা, সুলতানা, দুলন নেছা, ফুলতেরা, দিলারা, মাজেদা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী মাছিমপুর গ্রাম দিনের পর দিন সুরমা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে। ইতোমধ্যে নদীর গর্ভে অনেক বাড়িঘর বিলীন হওয়ায় অনেকেই গ্রাম ছেড়ে শহরে গিয়ে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অনেকেই মাথা গোঁজার ঠাই না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তাই উপজেলা পরিষদ নদীভাঙনরোধ প্রকল্পের সঙ্গে যেন মাছিমপুর গ্রামকেও নদীর ভাঙন থেকে রক্ষা করেন সেজন্য স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

এইচএইচ/আরআর-০৮