ফরচুন বরিশালের লোগো ও জার্সি উন্মোচন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৫, ২০২০
১২:২৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
১২:২৬ অপরাহ্ন



ফরচুন বরিশালের লোগো ও জার্সি উন্মোচন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের দল ফরচুন বরিশালের পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আলো ঝলমলে পরিবেশে জার্সি ও লোগো উন্মোচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক এমপি। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দিন চৌধুরী, ফরচুন বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জাহেদ খান।

অনুষ্ঠানে ফরচুন বরিশাল দলের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।

ফরচুন বরিশাল দল : তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।

প্রধান কোচ সোহেল ইসলাম‌, সহকারী কোচ গোলাম মুর্তজা, ম্যানেজার হাসিবুল হাসান শান্ত ও ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি।
এএন/০৬