জামালগঞ্জ বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির আর নেই

জামালগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৬, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২০
০২:২৮ পূর্বাহ্ন



জামালগঞ্জ বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির আর নেই

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির সরকার (৬৫) আর নেই।  আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ নিউরোসার্জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

হুমায়ুন কবির সরকার জামালগঞ্জ সদর ইউনিয়নের কালগুজা গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েছ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

হুমায়ুন কবির সরকারের ১ম জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১০টায় সেলিমগঞ্জ বাজারস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ২য় জানাজার নামাজ ওইদিন বেলা ২টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে দক্ষিণ কামলাবাজ কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

 

বিআর/আরআর-১২