শায়েস্তাগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১৫, ২০২০
০৯:৩৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২০
০৯:৩৬ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লাইসেন্স না থাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করার পাশাপাশি সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

আজ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান, দায়িত্বশীল মেডিকেল প্র্যাক্টিশনারের অনুপিস্থিতি ইত্যাদি অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া বিএমডিসি রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও ডাক্তার পদবি ব্যবহার করে অবৈধ গর্ভপাত ও ডেলিভারি কার্যক্রম পরিচালনা এবং লাইসেন্সবিহীন অবৈধ ক্লিনিক স্থাপনের দায়ে জয়ন্তী রাণীকে (৩২) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে সার্বিক সহায়তা করেন মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক। এ সময় লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী ২টি প্রতিষ্ঠানকে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

 

এসডি/আরআর-১৪