দোয়ারাবাজার প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২০
১০:৫৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৭, ২০২০
১০:৫৭ অপরাহ্ন
আবদুস সালাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আবদুস সালাম (৪১) নামের এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার থানার পুলিশ উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামের পশ্চিমের হাওরের ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত আবদুস সালাম দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের মৃত মমশ্বর আলীর পুত্র। তিনি দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল গনির নিকটাত্মীয় এবং তার বাড়ির কৃষিক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী আবদুল গনির এক নিকটাত্মীয়কে বিয়ে করে স্ত্রী, দুই কন্যা ও একমাত্র ছেলেকে নিয়ে প্রায় ২৫ বছর ধরে ওই বাড়িতে বসবাস করে প্রবাসীর কৃষিক্ষেত ও বাড়িঘর দেখাশোনা করে আসছিলেন সালাম। গতকাল সোমবার সন্ধ্যায় পরিবারের কাছে গ্রামের মোড়ল বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। রাত গভীর হওয়ার পর আবদুস সালাম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ মঙ্গলবার ভোরে গ্রামের পশ্চিমের ধানক্ষেতে আবদুস সালামের রক্তাক্ত লাশ পাওয়া যায়। পুলিশে খবর দেওয়া হলে সকালে ঘটনাস্থলে যান এডিশনাল এসপি সাহেব আলী পাঠান, ছাতক-দোয়ারাবাজার সার্কেলের পুলিশ কর্মকর্তা বিল্লাল হোসেন ও দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম। দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
এইচএইচ/আরআর-০৩