ধর্মপাশা প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামের সামনে থাকা সরকারি খালে ২টি শ্যালো মেশিন বসিয়ে খাল শুকিয়ে মাছ শিকার করার দায়ে আবু বকর (২৮) নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা ও পানি শুকানোর কাজে ব্যবহৃত ২টি শ্যালো মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তির বাড়ি উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব এই আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল মোনায়েম খান প্রমুখ।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় দু'জন শ্রমিক নিয়োজিত করে ওই খালের পাড়ে ২টি শ্যালো মেশিন বসান ওই ইউনিয়নের বাহুটিয়া গ্রামের বাসিন্দা আবু বকর। তার নির্দেশে শ্যালো মেশিন দিয়ে ওই খালের পানি শুকিয়ে সেখান থেকে মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন ধর্মপাশার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব। শ্যালো মেশিন দিয়ে সরকারি খাল শুকিয়ে মাছ শিকারের ঘটনার সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ওই খালেরপাড় থেকে ২টি শ্যালো মেশিন জব্দ করেন এবং ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে আবু বকরকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে আবু বকর মুক্তি পান।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব বলেন, '২টি শ্যালো মেশিন দিয়ে সরকারি খাল শুকিয়ে মাছ শিকার করায় সেখান থেকে শ্যালো মেশিনগুলো জব্দ করা হয়েছে। একই সঙ্গে খাল শুকিয়ে মাছ শিকারের কাজে জড়িত থাকায় আবু বকর নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এসএ/আরআর-১০