শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৮, ২০২০
০৭:৪১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৮, ২০২০
১০:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারস্থ হরিজন কলোনিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ৩৬০ পুরিয়া গাঁজাসহ হরিজন কলোনির বাসিন্দা সরস্বতী রবি দাস (৪০), আরতী রবি দাস (১৫), সারতি রবি দাস (১৪) এবং গাঁজা সেবনকারী শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ার হেলাল মিয়াকে (২৫) আটক করা হয়।
ইউএনও মো. মিনহাজুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে সরস্বতী রবি দাসকে (৪০) মাদকদ্রব্য বিক্রি করার দায়ে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড এবং আসামি হেলাল মিয়াকে মাদকদ্রব্য সেবনের জন্য ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত আরতী রবি দাস (১৫) ও সারতি রবি দাস (১৪) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা প্রদানের মাধ্যমে তাদেরকে জামিন প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলে জনসম্মুখে আগুনে পোড়ানো হয়।
এসডি/বিএন-০১/আরআর-০১