সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ১২৬ জন প্রবীণকে সম্মাননা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। পরে মুজিববর্ষের লোগো সম্বলিত ছাতা উপহার দেওয়া হয় তাদেরকে। এ সময় তাদের সঙ্গে খোশ গল্প করেন প্রশাসনের কর্মকর্তারা। প্রবীণরাও তাদের ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এমন বিরল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবীণদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রবীণদের পক্ষে বক্তব্য দেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মনোয়ার আলী ও সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থানে বসবাসকারী প্রবীণরা অংশ নেন। পরে তাদের হাতে মুজিববর্ষের লোগো সম্বলিত লাল-নীল রঙের ছাতা তুলে দেওয়া হয়।
এসএস/আরআর-০৮