ষোল বছর পর আর্জেন্টিনার ‘পেরু জয়’

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৮, ২০২০
০৮:৫৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০৮:৫৬ অপরাহ্ন



ষোল বছর পর আর্জেন্টিনার ‘পেরু জয়’


বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ২-০ গোল হারায় আর্জেন্টিনা। আজ বুধবার সকালে পেরুর মাঠে এটি আর্জেন্টিনার ১৬ বছরে প্রথম জয়। পেরুর মাঠে এদিন লিওনেল মেসি গোল পাননি, কোনো অ্যাসিস্টও নেই। তবে দারুণ খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এর সুফল পায় তার দল। ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা পেয়ে যায় গোল দুটি।
প্রথমটি জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্টের উইঙ্গার নিকোলাস গঞ্জালেজের পা থেকে। আর দ্বিতীয় গোলটি ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের।
প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচটা ড্র করে আর্জেন্টিনার জয়ের ধারা থেমে যায়। তবে এই ম্যাচ জিতে ২০২২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে চার ম্যাচ শেষে অপরাজিতই থাকলো আর্জেন্টিনা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে লিওনেল স্কালোনির দল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, যারা সর্বশেষ রাউন্ডে একই ব্যবধানে হারিয়েছে উরুগুয়েকে।
এএন/০২