উরুগুয়েকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৮, ২০২০
০৯:০৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০৯:০৪ অপরাহ্ন



উরুগুয়েকে হারিয়ে শীর্ষে ব্রাজিল


বিশ্বকাপ বাছাইপর্বে টানা চতুর্থ জয় পেল ব্রাজিল। বুধবার ভোরে উরুগুয়েকে পরিষ্কার ২-০ গোলে হারায় রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এতে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রাখলো সেলেসাও খ্যাত ব্রাজিল। উরুগুয়ের মন্তিভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে গোল দুটি করেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের মিডফিল্ডার আর্থুর মেলো ও ইংলিশ ক্লাব এভারটনের উইঙ্গার রিচার্লিসন। আর ম্যাচে লাল কার্ড দেখে উরুগুইয়ানদের ভোগান্তি বাড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার এডিনসন কাভানি।
উরুগুয়ের মাঠে ব্রাজিল বরাবরই অসাধারণ খেলে। ২০০১ সালের পর থেকে নিজ মাঠে ব্রাজিলকে হারাতে পারেনি দুবারের বিশ্বজয়ীরা। ১১ ম্যাচ খেলে ছয়বার হেরেছে, ড্র করেছে পাঁচবার।
বাছাইপর্বের চার ম্যাচে চার জয় পাওয়া ব্রাজিলের রক্ষণভাগের পারফরম্যান্সও নজর কাড়ছে বেশ। চার ম্যাচের মধ্যে তিনটাতেই কোনো গোল খাননি এডারসন, থিয়াগো সিলভা, মার্কিনহোস, রেনান লোদি ও দানিলোর রক্ষণভাগ। ১২ গোল করার বিপরীতে খেয়েছে মাত্র দুই গোল।
এএন/০৩