স্পেন ৬-০ জার্মানি, ফ্রান্স ৪-২ সুইডেন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৮, ২০২০
০৯:২৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২০
০৯:২৭ অপরাহ্ন



স্পেন ৬-০ জার্মানি, ফ্রান্স ৪-২ সুইডেন


নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবলো জার্মানি। আর স্পেনের বড় জয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক নৈপুণ্য দেখালেন ফেরান তোরেস। মঙ্গলবার উয়েফা নেশন্স লীগের গ্রুপ পর্বের খেলায় জার্মানিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে স্পেন। প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির এটি সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। ম্যাচে তিন গোল করেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির তরুণ উইংগার ফেরান তোরেস। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড আলভারো মোরাতা করেন এক গোল। এতে গ্রুপের শীর্ষ স্থান নিয়ে চার দলের পরের রাউন্ডে পৌঁছলো স্পেন। আর নেশন্স কাপ আসরে আরো একবার মন ভাঙলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানদের।

দিনের আরেক ম্যাচে নিজ মাঠে সুইডেনকে ৪-২ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচে জোড়া গোল করেন ইংলিশ ক্লাব চেলসির ফরোয়ার্ড অলিভিয়ের জিরু।
জার্মানির বিপক্ষে নিজেদের মাঠে ম্যাচের ৭০% বলদখল ছিল স্প্যানিয়ার্ডদের। পুরো ম্যাচে জার্মানির গোলমুখে ২৩টি শট নেয় তারা। ২০২০ সালে নিজেদের আট ম্যাচের মাত্র তিনটিতে জয়ের স্মৃতি জার্মানদের। এ সময় ১৪ গোল করে তারা বিপরীতে হজম করেছে ১৭ গোল।
এএন/০৫