সিলেটে ৫টি একদিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৮, ২০২০
১০:০০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৮, ২০২০
১০:০০ অপরাহ্ন



সিলেটে ৫টি একদিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল


করোনাভাইরাসের মধ্যে সবার আগে ক্যাম্প চালু করে ক্রিকেটে ফেরানো হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। আগামী যুব বিশ্বকাপ সামনে রেখে তৈরি করা হয়েছিল যুব দল। তবে করোনার হানায় বিকেএসপির সেই ক্যাম্প বন্ধ হয়ে যায়। আবার ক্যাম্প চালু হচ্ছে, তবে এবার দুই সপ্তাহের ক্যাম্প হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেটের হোটেল ফরচুন গার্ডেন ও আন্তর্জাতিক স্টেডিয়ামকে সুরক্ষা বলয় বানিয়ে চলবে নিবিড় অনুশীলন পর্ব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বৃহস্পতিবার মিরপুর ক্রীড়াপল্লিতে আসবেন যুব ক্রিকেটাররা। তারপর সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। করোনামুক্তদের নিয়ে দল রওয়ানা হবে সিলেটে।
সোমবার থেকে সেখানে শুরু হবে ক্যাম্প। এই ক্যাম্পে নিজেরা ভাগ হয়ে ৫টি একদিনের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।
অগাস্টে ৪৬ জন ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে শুরু হয় ক্যাম্প। স্কিল ট্রেনিংয়ের পর বাছাই করা হয় ২৮জনকে। তাদের নিয়ে আবার ক্যাম্প চলাকালীন ১৫ জনের মধ্যে উপসর্গ দেখা দিল স্থগিত করা হয় কার্যক্রম।
এবার ফের ৩১ জনকে ডেকে নেওয়া হয়েছে যুব দলের ক্যাম্পের জন্য।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন-
ওপেনার: ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ।
মিডল অর্ডার: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, এসএম মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, তৌহিদুল ইসলাম ফেরদৌস।
অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা (উইকেট-কিপার), মাকসুদুর রহমান (উইকেট-কিপার), গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।
স্পিনার: আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নিয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, শায়ান আহমেদ চৌধুরি।
পেসার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়োজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মুস্তাকিম মিয়া।
এএন/০৬