দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২০
০৮:২৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
১২:০২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ সুনামগঞ্জে আনন্দ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি'র ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, যুবলীগ নেতা মাসুক পারভেজ, জেলা কৃষক লীগ নেতা মাসুক মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, ছাত্রলীগ নেতা নাইম আহমদ শান, জুয়েল দাস, শাহনুর আহমদ সুলতান প্রমুখ।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলটি জাতীয় সংসদের অধিবেশনে পাস হয়।
এসটি/বিএন-০১/আরআর-০১