জগন্নাথপুর প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২০
১০:৫৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
১২:১২ পূর্বাহ্ন
টানা তিনদিন ধরে বিদ্যুৎহীন হয়ে রয়েছে সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ ছিল না।
জানা গেছে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) নিয়ন্ত্রণাধীন গ্রিড লাইনে আগুন লাগার কারণে জগন্নাথপুরসহ সিলেটের বিভিন্ন এলাকায় বিদুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার বিকেলে সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও জগন্নাথপুরে গত তিনদিন ধরে বিদ্যুতের দেখা মিলেনি। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উপজেলার লাখো মানুষ।
জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেব বাড়ির বাসিন্দা গৃহিণী মুক্তা বণিক বলেন, ‘দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় ঘরের কাজ ও ছেলে-মেয়েদের অনলাইনে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। প্রযুক্তির এই যুগে এত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা দুঃখজনক। বিদ্যুৎ কখন ফিরবে তাও নিশ্চিত নয়। হতাশার মধ্যে আছি আমরা।’
জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, ‘গত ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় জগন্নাথপুরের ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। সন্ধ্য নামার সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে বাজার।’
জগন্নাথপুর উপজেলার আবাসিক বিদুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, ‘আমরা চেষ্টা করছি লাইন চালু করার। আশা করছি, দ্রুতসময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।’
এএ/বিএন-০৪/আরআর-০৩