কাতারে ভাল খেলার প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল জামলারা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২০
০৯:১৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২০
০৯:১৫ অপরাহ্ন



কাতারে ভাল খেলার প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল জামলারা


কাতারে ভাল খেলার প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল জামল ভূঁইয়ারা। চোটের কারণে দলের সঙ্গে যেতে পারেননি নাবিব নেওয়াজ জীবন। হাঁটুর চোটের কারণে এই স্ট্রাইকার শেষ মুহূর্তে অংশ হতে পারেননি দলের। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় যেতে পারেননি মিডফিল্ডার মনজুর হোসেন মানিকও। একই কারণে দলে নেই প্রধান কোচ জেমি ডে।
কাতারের বিপক্ষে খেলতে ২৭ জনের বদলে ২৫ ফুটবলারকে নিয়ে বৃহস্পতিবার সকালে দোহার উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ দল।  আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। এর আগে প্রথম লেগে ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে ২-০ গোলে হেরেছিল জেমি ডের শিষ্যরা।

দলের ম্যানেজার আমের খান জানান, ‘আমাদের স্কোয়াড ছিল ২৭ জনের। গতকাল কোভিড পরীক্ষার পর মানিক পজিটিভ হওয়ায় তাকে রেখে যেতে হয়। তিন চার দিন পর আবার পরীক্ষায় সে সেরে উঠে তাহলে তাকে দলে যোগ করা হবে। চোটের কারণে জীবনকেও সঙ্গে নেওয়া যায়নি। যদি সে উন্নতি করতে পারে তাহলে সেও চলে আসবে।’

দোহা পোঁছে টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ। এসময় জিম ও স্যুমিং সুবিধা পাবেন ফুটবলাররা।

দেশ ছাড়ার আগে কাতারে ভাল খেলার প্রত্যাশার কথা জানালেন জামালরা। তারা জানান, প্রতিপক্ষ প্রবল হলেও সেরাটা ঢেলে দেবেন তারা,  ‘বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের বড় ম্যাচ। সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের লক্ষ্য পূরণ করতে পারি।’
এএন/০৬