সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২০, ২০২০
০৮:০৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২০, ২০২০
০৮:০৮ পূর্বাহ্ন
নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে ২-০ গোলে জিতলেও পরের ম্যাচে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছেন জাতীয় দলের ফুটবলার সিলেটের সাদ উদ্দিন।
দুর্দান্ত খেলা উপহার দেওয়া সাদ এশিয়ান প্লেয়ার অব দ্য উইকে মনোনয়ন পেয়েছেন। সমর্থকদের ভোটে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নির্ধারণ করবে চলতি সপ্তাহের সেরা ফুটবলার। এএফসির ওয়েবসাইটে গিয়ে এ তারকাকে ভোট দিতে পারবেন আপনিও।
ওয়েবসাইটে প্রকাশ হওয়া এই তালিকায় আবাহনীর এই উইঙ্গার ছাড়াও নাম রয়েছে সৌদি আরবের আব্দুল্লাহ আল হামদান, মোহাম্মদ আল রোমাইহি, দক্ষিণ করিয়ার হাওং উই জো, জর্ডানের মুসা আল থামাইরি, ইরানের কাভেহ রেজেই, ইরানের ভাহিদ আমিরি, ইরাকের মোহানাদ আলী, ইরাকের ইব্রাহিম বায়েস ও আরব আমিরাতের আলী মাবখোত।
এএফসি জানিয়েছে, ‘ফুটবল ইজ ব্যাক ব্যানারে দর্শক নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেমেছিল বাংলাদেশ। মুহূর্তেই ২২ বছর বয়সী সাদ উদ্দিন সমর্থকদের আশার আলো দেখিয়েছেন।’
এদিকে, গত রাত ২টা পর্যন্ত দর্শকেদের ভোটে চতুর্থ স্থানে রয়েছেন সাদ উদ্দিন। তিনি পেয়েছেন ৫ দশমিক ৫১ ভোট। ইরাকের মোহানাদ আলী ৪৩ দশমিক ২৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। ৩৫ দশমিক ৩২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন জর্ডানের মুসা আল থামাইরি। ৮ দশমিক ৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন ইরানের ভাহিদ আমিরি।
সাদ উদ্দিনকে ভোট দিতে ক্লিক করুন এই লিংকে
এএন/০১