তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি


নভেম্বর ২১, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২০
১২:৫৫ পূর্বাহ্ন



তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক হওয়া যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মো. আলীর ছেলে মো. আজিজুল ইসলাম (৩২)। আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালঘাট গ্রামের রইছ মিয়ার বাড়ির পাশ থেকে ৫ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, আটক যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

 

এএইচ/আরআর-০৬