শাহপরাণে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২২, ২০২০
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২০
০২:৪১ পূর্বাহ্ন



শাহপরাণে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ
# গাড়ি ভাঙ্গচুর

সিলেট নগরের উপকণ্ঠ শাহপরাণ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে সুরমা গেইট সংলগ্ন খাদিমপাড়া ও পল্লগ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে খাদিমপাড়া হিলভিউ টাওয়ার এলাকার মোস্তাক আহমদ ও পল্লগ্রামের সোহেল আহমদের মধ্যে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতন্ডা হয়। এসময় সোহেল ও তার বড় ভাই জাহিদকে মারধর করে মোস্তাক।

এ ঘটনাকে কেন্দ্র করে পল্লগ্রামের লোকজন শাহপরাণ গেইটে অবস্থান নেয়। এসময় খাদিমপাড়ার মানুষেরাও  অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিতে চায় উত্তেজিত দুই গ্রামবাসি।

এসময় শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ভাঙচুরকৃত ৩টি মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়।

এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
 
আরসি-০১