বঙ্গমাতা হলের ভিপি নির্বাচিত হলেন হবিগঞ্জের নাবিলা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২৫
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৫
০২:২৭ পূর্বাহ্ন



বঙ্গমাতা হলের ভিপি নির্বাচিত হলেন হবিগঞ্জের নাবিলা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ জেলার মেয়ে তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তার বাড়ি নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে। নাবিলার বাবার নাম প্রয়াত আক্তার মিয়া।

ঘোষিত ফলাফলে নাবিলা পেয়েছেন ৫১৮ ভোট। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলরুবা পলি ও সানজিদা সাবরিন পান ৩৪৮ ভোট। 

বিজয়ের প্রতিক্রিয়ায় তাসনিম আক্তার আলিফ নাবিলা বলেন, ‘এ বিজয় শুধুই আমার নয়, বরং হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের মানুষের ভালোবাসা ও আশীর্বাদের ফসল। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করাই হবে আমার প্রথম অঙ্গীকার।’



এএফ/০৩