ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১১, ২০২৫
০৪:৫৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৫
০৫:০১ অপরাহ্ন



ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে ইডেন মহিলা কলেজের আসন সংখ্যা ও সক্ষমতা সংকোচনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কলেজের প্রধান ফটকের সামনে তারা সড়ক অবরোধ করে চার দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরে তামান্না তাসফিয়া। 

তিনি বলেন, “দেড়শ বছরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ প্রস্তাবিত কাঠামোয় আসন সংখ্যা মাত্র দুই হাজারের কিছু বেশি করার পরিকল্পনা করা হচ্ছে, যা নারী শিক্ষার জন্য বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে।”

শিক্ষার্থীদের দাবি, ইডেন কলেজের অবকাঠামো বিশেষভাবে নারী শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী ছেলে-মেয়ে একসঙ্গে অধ্যয়ন শুরু হলে ওয়াশরুম, কমনরুম, লাইব্রেরি, খেলার মাঠ, পরিবহন ও জিমনেশিয়ামের মতো সুবিধা ভাগাভাগি করতে হবে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে নারী শিক্ষার অনুকূলে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

জিসি / ০৫